Azfar Adib
3 min readDec 31, 2020

--

কোভিড-১৯ প্রতিরোধ : তথ্যপ্রযুক্তির সর্বোত্তম প্রয়োগের এখনই সময়

- আযফার আদীব

করোনাভাইরাস (কোভিড-১৯) এর ভয়াল আঘাতে এই মুহূর্তে (এপ্রিল ২০২০) সারা বিশ্বে এক অভাবনীয় বিপর্যস্ত অবস্থা | দেশ-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীজুড়ে এখন প্রধান সমস্যা একটি- করোনা মহামারীর কারণে সৃষ্ট বহুমাত্রিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলাকরা |

করোনার বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রযুক্তির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান | এর সর্বাধিক গুরুত্বপূর্ণ উদাহরণ হলো হাসপাতালসমূহের জীবন রক্ষাকারী সরঞ্জাম (যেমন: ভেন্টিলেটর , পিপিই) দ্রুত তৈরির জন্য বিভিন্ন উদ্ভাবনী প্রচেষ্টা | জীবনের সর্বস্তরে করোনার আঘাতে বর্তমানে যে অভাবনীয় পরিস্থিতি, তার সঠিক ব্যবস্থাপনার জন্য কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্ম নিরলসভাবেকাজ করে যাচ্ছে | আরেকটি বড় উদহারণ হচ্ছে ইন্টারনেট-অফ-থিংস (আইওটি) ভিত্তিক স্মার্ট মেডিকেল ডিভাইসসমূহ |

যে কোনো রোগ প্রতিরোধ বা প্রতিকারের জন্য early detection বা পূর্ব-সতর্কতা অত্যন্ত কার্যকরী | কোভিড-১৯ এর মতো একটিঅপেক্ষাকৃত নতুন ভাইরাস মোকাবেলায় এর প্রয়োজনীয়তা আরো বেশি | Hidden symptoms বা সুপ্ত লক্ষণ কোভিড-১৯ এরএক ভয়াল দিক , যার কারণে অনেক রোগী যথাসময়ে চিকিৎসা নিতে যাননি বা চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝে ওঠার আগেই তাদেরঅবস্থার চরম অবনতি হয়েছে |

ভবিষ্যতে এইরূপ পরিস্হিতি মোকাবেলায় স্মার্ট মেডিকেল ডিভাইসসমূহের সঠিক ও ব্যাপকভিত্তিক ব্যবহার কার্যকরী ভূমিকা পালনকরতে পারে | এই ডিভাইসসমূহ মূলত মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহের (যেমন: রক্তচাপ, রক্তের গ্লুকোজ, পালস, রক্তেরঅক্সিজেন স্যাচুরেশন, তাপমাত্রা, ওজন, উচ্চতা ইত্যাদি) পরিমাপ করে প্রাপ্ত তথ্যসমূহ সুরক্ষিত ক্লাউড সার্ভারে সংরক্ষণ করে থাকেএবং জরুরী অবস্থায় ব্যবহারকারি কে তাৎক্ষণিকভাবে সংকেত দিয়ে সতর্ক করে দেয় | ক্রমবর্ধমান জনসংখ্যা এবং বিভিন্ন ধরনেরস্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় এরূপ স্মার্ট, স্বয়ংক্রিয় এবং নিরাপদ ক্লাউড ভিত্তিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা হতে পারে কার্যকরী সমাধান ; যেখানে রেকর্ডকৃত স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলি ব্যবহারের মাধ্যমে ডাক্তারগণ রোগ নির্ণয়ের সময় কমিয়ে এনে উন্নত চিকিৎসা প্রদানেসমর্থ হবেন।

কোভিড-১৯ সংক্রমণে  সর্বাধিক ক্ষতিগ্র্রস্ত  হয়েছেন অপেক্ষাকৃত বয়স্ক জনগোষ্ঠী | সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, বিশ্বব্যাপী কোভিড -১৯ এর জন্য ৭০ বছর বা তার বেশি বয়সী রোগীদের  মৃত্যুর হার ২২%  ,সামগ্রিক জনগোষ্ঠীর জন্য যা ১.৩৩%। ইতালি, যুক্তরাজ্য , কানাডা - এমন অনেক দেশের কিছু  সিনিয়র রেসিডেন্স (বয়স্ক নিবাস) সমূহে ব্যাপক হারে  মৃত্যুর ঘটনাও ঘটেছে | এমতাবস্থায় বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্মার্ট মেডিকেল প্রযুক্তির প্রয়োজনীয়তা অনেকাংশে অনুধাবন করছেন সংশ্লিষ্টরা |

বলা হয়, প্রতিটি সংকট নিয়ে আসে একটি সুযোগ । বৈশ্বিক এই মহামারী মানব ইতিহাসে রেখে যেতে পারে সুদূরপ্রসারী প্রভাব, সময়ইতার সঠিক চিত্র তুলে ধরবে | এই মুহূর্তে আমাদের প্রধান কর্তব্য হলো এই পরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনকরা | ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা — আপাতদৃষ্টিতে সাধারণ এই আচরণসমূহ কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা পালন করছে | তা নিশ্চিত করার লক্ষ্যে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি কঠোর ব্যবস্থাগ্রহণেরও প্রয়োজন হচ্ছে অনেক স্থানে | উদাহরণ হিসেবে বলা যায় আইনি প্রয়োগ (যেমন : জরিমানা, কারফিউ, কারাদণ্ড) এবংক্ষেত্র-বিশেষে উচ্চপ্রযুক্তির নজরদারি।

প্রযুক্তি -নির্ভর নজরদারি অনেক দিন ধরেই একটি বিতর্কের বিষয় | জনগণের উপর রাষ্ট্র পরিচালিত ব্যাপক নজরদারি ব্যক্তিগতগোপনীয়তা ও তথ্যের সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে | কোভিড-১৯ এর বিস্তার রোধ করতে চীন , দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইসরাইল ও আরো কয়েকটি দেশে উচ্চ প্রযুক্তির সর্বাত্মক নজরদারি প্রয়োগ করা হচ্ছে | এসব কার্যক্রমকে নৈতিক দৃষ্টিকোণ হতে প্রশ্নবিদ্ধ করছেন মানবাধিকার কর্মীরা | পশ্চিমা সমাজগুলোতে বিষয়টি এখনো অত্যন্ত সংবেদনশীল ।এমনকি, জনসমাগমপূর্ণএলাকাতে সার্ভিলেন্স ক্যামেরার বিশ্লেষণের সাহায্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অথবা অডিও সেন্সর দিয়ে হাঁচি-কাশিশনাক্তকরণ , এ ধরণের প্রযুক্তি এখনো উত্তর আমেরিকার জনসমাজে গ্রহণযোগ্যতা পায়নি | সর্বাত্মক নজরদারির একটি বিকল্প হতে পারে স্বতঃস্ফূর্ত তথ্য প্রদান | উদাহরণ হিসেবে বলা যায় কোভিড-১৯ ডিজিটাল ডাটাবেস তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকারেরএকটি উদ্যোগ, যেখানে মোবাইল অপারেটরসমূহের প্রেরিত SMS এর সাহায্যে সর্বস্তরের জনগণ হতে প্রয়োনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে|

জীবন-মরণ সংকটের এই সময়ে নৈতিকতা ও প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখা তাই অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে পড়ছে | এরইমধ্যে অব্যাহত আছে প্রযুক্তিগত উন্নয়ন-উদ্ভাবন | যেমন বিশ্বের বৃহত্তম দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যাপল একজোট হয়েকরোনাভাইরাস মোকাবিলায় ট্র্যাকিং সিস্টেম তৈরি করছে। ব্লুটুথ লো এনার্জি চিপ নির্ভর সিস্টেমটি আইওএস ও অ্যান্ড্রয়েডঅপারেটিং সিস্টেমে কাজ করবে|

বিজ্ঞান -প্রযুক্তির মূলমন্ত্র হচ্ছে জগৎ ও জীবনের মানোয়ন্নন ও সুরক্ষা | মানব ইতিহাসের এই অভূতপূর্ব দুর্যোগ কোভিড-১ মোকাবেলায় তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও যথার্থ প্রয়োগ তাই এখন সময়ের দাবি |

--

--

Azfar Adib

Writer | Leadership Facilitator | ICT Activist | Speaker | PhD Researcher | Tech Philosopher